بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৯. আন-নাযিআত - ৯
তাদের দৃষ্টি ভীতি বিহবলতায় অবনমিত হবে।
اَبۡصَارُهَا خَاشِعَۃٌ
৭৯. আন-নাযিআত - ১০
তারা বলেঃ আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই –
یَقُوۡلُوۡنَ ءَاِنَّا لَمَرۡدُوۡدُوۡنَ فِی الۡحَافِرَۃِ
৭৯. আন-নাযিআত - ১১
গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও?
ءَ اِذَا کُنَّا عِظَامًا نَّخِرَۃً
৭৯. আন-নাযিআত - ১২
তারা বলেঃ তা’ই যদি হয় তাহলেতো এটা সর্বনাশা প্রত্যাবর্তন!
قَالُوۡا تِلۡکَ اِذًا کَرَّۃٌ خَاسِرَۃٌ
৭৯. আন-নাযিআত - ১৩
এটাতো এক বিকট শব্দ মাত্র;
فَاِنَّمَا هِیَ زَجۡرَۃٌ وَّاحِدَۃٌ
৭৯. আন-নাযিআত - ১৪
ফলে তখনই মাইদানে তাদের আবির্ভাব হবে।
فَاِذَا هُمۡ بِالسَّاهِرَۃِ
৭৯. আন-নাযিআত - ১৫
তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?
هَلۡ اَتٰىکَ حَدِیۡثُ مُوۡسٰی
৭৯. আন-নাযিআত - ১৬
যখন তার রাব্ব পবিত্র ‘তূওয়া’ প্রান্তরে তাকে সম্বোধন করে বলেছিলেন –
اِذۡ نَادٰىهُ رَبُّهٗ بِالۡوَادِ الۡمُقَدَّسِ طُوًی
৭৯. আন-নাযিআত - ১৭
ফির‘আউনের নিকট যাও, সেতো সীমা লংঘন করেছে,
اِذۡهَبۡ اِلٰی فِرۡعَوۡنَ اِنَّهٗ طَغٰی
৭৯. আন-নাযিআত - ১৮
এবং (তাকে) বলঃ তুমি কি শুদ্ধাচারী হতে চাও?
فَقُلۡ هَلۡ لَّکَ اِلٰۤی اَنۡ تَزَکّٰی