بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৮. আন-নাবা - ২৯
সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে।
وَ کُلَّ شَیۡءٍ اَحۡصَیۡنٰهُ کِتٰبًا
৭৮. আন-নাবা - ৩০
অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, এখন আমিতো তোমাদের যাতনাই শুধু বৃদ্ধি করতে থাকব।
فَذُوۡقُوۡا فَلَنۡ نَّزِیۡدَکُمۡ اِلَّا عَذَابًا
৭৮. আন-নাবা - ৩১
এবং নিশ্চয়ই সংযমশীল লোকদের জন্যই সফলতা;
اِنَّ لِلۡمُتَّقِیۡنَ مَفَازًا
৭৮. আন-নাবা - ৩২
প্রাচীর বেষ্টিত বাগান ও আঙ্গুর;
حَدَآئِقَ وَ اَعۡنَابًا
৭৮. আন-নাবা - ৩৩
বং সম বয়স্কা যুবতীবৃন্দ;
وَّکَوَاعِبَ اَتۡرَابًا
৭৮. আন-নাবা - ৩৪
এবং পূর্ণ পূতঃ পানপাত্র।
وَّ کَاۡسًا دِهَاقًا
৭৮. আন-নাবা - ৩৫
সেখানে তারা শুনবেনা অসার ও মিথ্যা বাক্য;
لَا یَسۡمَعُوۡنَ فِیۡهَا لَغۡوًا وَّ لَا کِذّٰبًا
৭৮. আন-নাবা - ৩৬
এটাই তোমার রবের অনুগ্রহের পূর্ণ প্রতিদান।
جَزَآءً مِّنۡ رَّبِّکَ عَطَآءً حِسَابًا
৭৮. আন-নাবা - ৩৭
যিনি রাব্ব আকাশমন্ডলী, পৃথিবী ও ওগুলির অন্তঃবর্তী সব কিছুর, যিনি দয়াময়; তাঁর নিকট আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবেনা।
رَّبِّ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ مَا بَیۡنَهُمَا الرَّحۡمٰنِ لَا یَمۡلِکُوۡنَ مِنۡهُ خِطَابًا
৭৮. আন-নাবা - ৩৮
সেদিন রুহ্ ও মালাইকা/ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে; দয়াময় যাকে অনুমতি দিবেন সে ছাড়া অন্যেরা কথা বলবেনা এবং সে সঙ্গত কথা বলবে।
یَوۡمَ یَقُوۡمُ الرُّوۡحُ وَ الۡمَلٰٓئِکَۃُ صَفًّا ؕ٭ۙ لَّا یَتَکَلَّمُوۡنَ اِلَّا مَنۡ اَذِنَ لَهُ الرَّحۡمٰنُ وَ قَالَ صَوَابًا