بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৮. আন-নাবা - ১৯
আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে ওটা হয়ে যাবে বহু দ্বারবিশিষ্ট।
وَّ فُتِحَتِ السَّمَآءُ فَکَانَتۡ اَبۡوَابًا
৭৮. আন-নাবা - ২০
এবং সঞ্চালিত করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলি হয়ে যাবে মরীচিকা বৎ।
وَّ سُیِّرَتِ الۡجِبَالُ فَکَانَتۡ سَرَابًا
৭৮. আন-নাবা - ২১
নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে।
اِنَّ جَهَنَّمَ کَانَتۡ مِرۡصَادًا
৭৮. আন-নাবা - ২২
(ওটা হচ্ছে) অবাধ্য লোকদের অবস্থিতি স্থল –
لِّلطَّاغِیۡنَ مَاٰبًا
৭৮. আন-নাবা - ২৩
সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে,
لّٰبِثِیۡنَ فِیۡهَاۤ اَحۡقَابًا
৭৮. আন-নাবা - ২৪
সেখানে তারা আস্বাদন করতে পাবেনা কোন ঠান্ডা কিংবা (অন্য) কোন পানীয়-
لَا یَذُوۡقُوۡنَ فِیۡهَا بَرۡدًا وَّ لَا شَرَابًا
৭৮. আন-নাবা - ২৫
উত্তপ্ত পানি ও পুঁজ ব্যতীত;
اِلَّا حَمِیۡمًا وَّ غَسَّاقًا
৭৮. আন-নাবা - ২৬
এটাই সমুচিত প্রতিফল।
جَزَآءً وِّفَاقًا
৭৮. আন-নাবা - ২৭
তারা কখনও হিসাবের আশংকা করতনা,
اِنَّهُمۡ کَانُوۡا لَا یَرۡجُوۡنَ حِسَابًا
৭৮. আন-নাবা - ২৮
এবং তারা দৃঢ়তার সাথে আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল।
وَّ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا کِذَّابًا