بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৮. আন-নাবা - ৯
তোমাদের জন্য নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম,
وَّ جَعَلۡنَا نَوۡمَکُمۡ سُبَاتًا
৭৮. আন-নাবা - ১০
করেছি রজনীকে আবরণ,
وَّ جَعَلۡنَا الَّیۡلَ لِبَاسًا
৭৮. আন-নাবা - ১১
এবং করেছি দিনকে জীবিকা আহরণের জন্য (উপযোগী)।
وَّ جَعَلۡنَا النَّهَارَ مَعَاشًا
৭৮. আন-নাবা - ১২
আর নির্মাণ করেছি তোমাদের উর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ,
وَّ بَنَیۡنَا فَوۡقَکُمۡ سَبۡعًا شِدَادًا
৭৮. আন-নাবা - ১৩
এবং সৃষ্টি করেছি একটি প্রদীপ্ত প্রদীপ।
وَّ جَعَلۡنَا سِرَاجًا وَّهَّاجًا
৭৮. আন-নাবা - ১৪
আর বর্ষণ করেছি মেঘ হতে প্রচুর বৃষ্টি।
وَّ اَنۡزَلۡنَا مِنَ الۡمُعۡصِرٰتِ مَآءً ثَجَّاجً
৭৮. আন-নাবা - ১৫
তদ্বারা আমি উদ‌্গত করি শস্য ও উদ্ভিদ,
لِّنُخۡرِجَ بِهٖ حَبًّا وَّ نَبَاتًا
৭৮. আন-নাবা - ১৬
এবং বৃক্ষরাজি বিজড়িত উদ্যানসমূহ।
وَّ جَنّٰتٍ اَلۡفَافًا
৭৮. আন-নাবা - ১৭
নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসা দিন।
اِنَّ یَوۡمَ الۡفَصۡلِ کَانَ مِیۡقَاتًا
৭৮. আন-নাবা - ১৮
সেদিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে,
یَّوۡمَ یُنۡفَخُ فِی الصُّوۡرِ فَتَاۡتُوۡنَ اَفۡوَاجًا