بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৭. আল-মুরসালাত - ৪৯
সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
৭৭. আল-মুরসালাত - ৫০
সুতরাং তারা কোন্ কথায় এরপর বিশ্বাস স্থাপন করবে?
فَبِاَیِّ حَدِیۡثٍۭ بَعۡدَهٗ یُؤۡمِنُوۡنَ
৭৮. আন-নাবা - ১
তারা পরস্পর কোন্ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
عَمَّ یَتَسَآءَلُوۡنَ
৭৮. আন-নাবা - ২
সেই মহান সংবাদ সম্বন্ধে –
عَنِ النَّبَاِ الۡعَظِیۡمِ
৭৮. আন-নাবা - ৩
যে বিষয়ে তারা মতবিরোধ করে থাকে!
الَّذِیۡ هُمۡ فِیۡهِ مُخۡتَلِفُوۡنَ
৭৮. আন-নাবা - ৪
কখনই না, তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে।
کَلَّا سَیَعۡلَمُوۡنَ
৭৮. আন-নাবা - ৫
আবার বলি, কখনই না, তারা অচিরেই অবগত হবে।
ثُمَّ کَلَّا سَیَعۡلَمُوۡنَ
৭৮. আন-নাবা - ৬
আমি কি পৃথিবীকে শয্যা (রূপে) নির্মাণ করিনি?
اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ مِهٰدًا
৭৮. আন-নাবা - ৭
এবং পর্বতসমূহকে কীলক রূপে নির্মাণ করিনি?
وَّ الۡجِبَالَ اَوۡتَادًا
৭৮. আন-নাবা - ৮
আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়।
وَّ خَلَقۡنٰکُمۡ اَزۡوَاجًا