بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৭. আল-মুরসালাত - ২৯
তোমরা যাকে অস্বীকার করতে, চল তারই দিকে।
اِنۡطَلِقُوۡۤا اِلٰی مَا کُنۡتُمۡ بِهٖ تُکَذِّبُوۡ
৭৭. আল-মুরসালাত - ৩০
চল তিন কুন্ডল বিশিষ্ট ছায়ার দিকে।
اِنۡطَلِقُوۡۤا اِلٰی ظِلٍّ ذِیۡ ثَلٰثِ شُعَبٍ
৭৭. আল-মুরসালাত - ৩১
যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করেনা অগ্নি শিখা হতে।
لَّا ظَلِیۡلٍ وَّ لَا یُغۡنِیۡ مِنَ اللَّهَبِ
৭৭. আল-মুরসালাত - ৩২
ইহা উৎক্ষেপ করবে অট্টালিকা তুল্য বৃহৎ স্ফুলিংগ।
اِنَّهَا تَرۡمِیۡ بِشَرَرٍ کَالۡقَصۡرِ
৭৭. আল-মুরসালাত - ৩৩
উহা পীতবর্ণ উষ্ট্রশ্রেণী সদৃশ।
کَاَنَّهٗ جِمٰلَتٌ صُفۡرٌ
৭৭. আল-মুরসালাত - ৩৪
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
৭৭. আল-মুরসালাত - ৩৫
ইহা এমন একদিন যেদিন কারও বাকস্ফুর্তি হবেনা।
هٰذَا یَوۡمُ لَا یَنۡطِقُوۡنَ
৭৭. আল-মুরসালাত - ৩৬
এবং তাদেরকে ওযর পেশ করার অনুমতি দেয়া হবেনা।
وَ لَا یُؤۡذَنُ لَهُمۡ فَیَعۡتَذِرُوۡنَ
৭৭. আল-মুরসালাত - ৩৭
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
৭৭. আল-মুরসালাত - ৩৮
ইহাই ফাইসালার দিন, আমি একত্রিত করব তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে।
هٰذَا یَوۡمُ الۡفَصۡلِ ۚ جَمَعۡنٰکُمۡ وَ الۡاَوَّلِیۡنَ