بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৭. আল-মুরসালাত - ১৯
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
৭৭. আল-মুরসালাত - ২০
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি?
اَلَمۡ نَخۡلُقۡکُّمۡ مِّنۡ مَّآءٍ مَّهِیۡنٍ
৭৭. আল-মুরসালাত - ২১
অতঃপর আমি তা স্থাপন করেছি নিরাপদ আধারে।
فَجَعَلۡنٰهُ فِیۡ قَرَارٍ مَّکِیۡنٍ
৭৭. আল-মুরসালাত - ২২
এক নির্দিষ্ট কাল পর্যন্ত।
اِلٰی قَدَرٍ مَّعۡلُوۡمٍ
৭৭. আল-মুরসালাত - ২৩
আমি এটাকে গঠন করেছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা।
فَقَدَرۡنَا ٭ۖ فَنِعۡمَ الۡقٰدِرُوۡنَ
৭৭. আল-মুরসালাত - ২৪
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
৭৭. আল-মুরসালাত - ২৫
আমি কি ভূমিকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে –
اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ کِفَاتًا
৭৭. আল-মুরসালাত - ২৬
জীবিত ও মৃতের জন্য?
اَحۡیَآءً وَّ اَمۡوَاتًا
৭৭. আল-মুরসালাত - ২৭
আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি সুপেয় পানি।
وَّ جَعَلۡنَا فِیۡهَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّ اَسۡقَیۡنٰکُمۡ مَّآءً فُرَاتًا
৭৭. আল-মুরসালাত - ২৮
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ