بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৭. আল-মুরসালাত - ৯
যখন আকাশ বিদীর্ণ হবে,
وَ اِذَا السَّمَآءُ فُرِجَتۡ
৭৭. আল-মুরসালাত - ১০
এবং যখন পর্বতমালা উম্মুলিত ও বিক্ষিপ্ত হবে,
وَ اِذَا الۡجِبَالُ نُسِفَتۡ
৭৭. আল-মুরসালাত - ১১
এবং রাসূলগণের নিরূপিত সময় উপস্থিত হবে।
وَ اِذَا الرُّسُلُ اُقِّتَتۡ
৭৭. আল-মুরসালাত - ১২
এই সমূদয় স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য?
لِاَیِّ یَوۡمٍ اُجِّلَتۡ
৭৭. আল-মুরসালাত - ১৩
বিচার দিনের জন্য।
لِیَوۡمِ الۡفَصۡلِ
৭৭. আল-মুরসালাত - ১৪
বিচার দিন সম্বন্ধে তুমি জান কি?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا یَوۡمُ الۡفَصۡلِ
৭৭. আল-মুরসালাত - ১৫
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
৭৭. আল-মুরসালাত - ১৬
আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
اَلَمۡ نُهۡلِکِ الۡاَوَّلِیۡنَ
৭৭. আল-মুরসালাত - ১৭
অতঃপর আমি পরবর্তীদেরকে তাদের অনুগামী করব।
ثُمَّ نُتۡبِعُهُمُ الۡاٰخِرِیۡنَ
৭৭. আল-মুরসালাত - ১৮
অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি।
کَذٰلِکَ نَفۡعَلُ بِالۡمُجۡرِمِیۡنَ