بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৬. আল-ইনসান (আদ-দাহর) - ৩০
তোমরা ইচ্ছা করবেনা যদি না আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
وَ مَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا
৭৬. আল-ইনসান (আদ-দাহর) - ৩১
তিনি যাকে ইচ্ছা তাঁর অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন, কিন্তু যালিমদের জন্যতো তিনি প্রস্তুত রেখেছেন মর্মন্তদ শাস্তি।
یُّدۡخِلُ مَنۡ یَّشَآءُ فِیۡ رَحۡمَتِهٖ ؕ وَ الظّٰلِمِیۡنَ اَعَدَّ لَهُمۡ عَذَابًا اَلِیۡمًا
৭৭. আল-মুরসালাত - ১
শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর;
وَ الۡمُرۡسَلٰتِ عُرۡفًا
৭৭. আল-মুরসালাত - ২
আর প্রলয়ঙ্করী ঝটিকার;
فَالۡعٰصِفٰتِ عَصۡفًا
৭৭. আল-মুরসালাত - ৩
শপথ সঞ্চালনকারী বায়ুর;
وَّ النّٰشِرٰتِ نَشۡرًا
৭৭. আল-মুরসালাত - ৪
আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর।
فَالۡفٰرِقٰتِ فَرۡقًا
৭৭. আল-মুরসালাত - ৫
এবং তার, যে মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ –
فَالۡمُلۡقِیٰتِ ذِکۡرًا
৭৭. আল-মুরসালাত - ৬
অনুশোচনা স্বরূপ অথবা সতর্কতা স্বরূপ।
عُذۡرًا اَوۡ نُذۡرًا
৭৭. আল-মুরসালাত - ৭
নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী।
اِنَّمَا تُوۡعَدُوۡنَ لَوَاقِعٌ
৭৭. আল-মুরসালাত - ৮
যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হবে,
فَاِذَا النُّجُوۡمُ طُمِسَتۡ