بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৫. আল-ক্বিয়ামাহ - ৩০
সেদিন তোমার রবের নিকট সমস্ত কিছু প্রত্যানীত হবে।
اِلٰی رَبِّکَ یَوۡمَئِذِۣ الۡمَسَاقُ
৭৫. আল-ক্বিয়ামাহ - ৩১
সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি।
فَلَا صَدَّقَ وَ لَا صَلّٰی
৭৫. আল-ক্বিয়ামাহ - ৩২
বরং সে প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।
وَ لٰکِنۡ کَذَّبَ وَ تَوَلّٰی
৭৫. আল-ক্বিয়ামাহ - ৩৩
অতঃপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভভরে।
ثُمَّ ذَهَبَ اِلٰۤی اَهۡلِهٖ یَتَمَطّٰی
৭৫. আল-ক্বিয়ামাহ - ৩৪
তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ!
اَوۡلٰی لَکَ فَاَوۡلٰی
৭৫. আল-ক্বিয়ামাহ - ৩৫
আবার তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ!
ثُمَّ اَوۡلٰی لَکَ فَاَوۡلٰی
৭৫. আল-ক্বিয়ামাহ - ৩৬
মানুষ কি মনে করে যে, তাকে নিরর্থক ছেড়ে দেয়া হবে?
اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی
৭৫. আল-ক্বিয়ামাহ - ৩৭
সে কি স্খলিত শুক্রবিন্দু ছিলনা?
اَلَمۡ یَکُ نُطۡفَۃً مِّنۡ مَّنِیٍّ یُّمۡنٰی
৭৫. আল-ক্বিয়ামাহ - ৩৮
অতঃপর সে রক্তপিন্ডে পরিণত হয়। তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।
ثُمَّ کَانَ عَلَقَۃً فَخَلَقَ فَسَوّٰی
৭৫. আল-ক্বিয়ামাহ - ৩৯
অতঃপর তিনি তা হতে সৃষ্টি করেন যুগল নর ও নারী।
فَجَعَلَ مِنۡهُ الزَّوۡجَیۡنِ الذَّکَرَ وَ الۡاُنۡثٰی