بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৫. আল-ক্বিয়ামাহ - ২০
না, তোমরা প্রকৃত পক্ষে পার্থিব জীবনকে ভালবাস।
کَلَّا بَلۡ تُحِبُّوۡنَ الۡعَاجِلَۃَ
৭৫. আল-ক্বিয়ামাহ - ২১
এবং আখিরাতকে উপেক্ষা কর।
وَ تَذَرُوۡنَ الۡاٰخِرَۃَ
৭৫. আল-ক্বিয়ামাহ - ২২
সেদিন কোন কোন মুখমন্ডল উজ্জ্বল হবে।
وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ نَّاضِرَۃٌ
৭৫. আল-ক্বিয়ামাহ - ২৩
তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে।
اِلٰی رَبِّهَا نَاظِرَۃٌ
৭৫. আল-ক্বিয়ামাহ - ২৪
কোন কোন মুখমন্ডল হয়ে পড়বে বিবর্ণ।
وَ وُجُوۡهٌ یَّوۡمَئِذٍۭ بَاسِرَۃٌ
৭৫. আল-ক্বিয়ামাহ - ২৫
এবং এই আশংকায় যে, এক ধ্বংসকারী বিপর্যয় আসন্ন।
تَظُنُّ اَنۡ یُّفۡعَلَ بِهَا فَاقِرَۃٌ
৭৫. আল-ক্বিয়ামাহ - ২৬
যখন প্রাণ কন্ঠাগত হবে।
کَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ
৭৫. আল-ক্বিয়ামাহ - ২৭
এবং বলা হবেঃ কে তাকে রক্ষা করবে?
وَ قِیۡلَ مَنۡ ٜ رَاقٍ
৭৫. আল-ক্বিয়ামাহ - ২৮
তখন তার প্রত্যয় হবে যে, উহা বিদায়ক্ষণ।
وَّ ظَنَّ اَنَّهُ الۡفِرَاقُ
৭৫. আল-ক্বিয়ামাহ - ২৯
এবং পায়ের সংগে পা জড়িয়ে যাবে।
وَ الۡتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ