بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৫. আল-ক্বিয়ামাহ - ১০
সেদিন মানুষ বলবেঃ আজ পালানোর স্থান কোথায়?
یَقُوۡلُ الۡاِنۡسَانُ یَوۡمَئِذٍ اَیۡنَ الۡمَفَرُّ
৭৫. আল-ক্বিয়ামাহ - ১১
না, কোন আশ্রয়স্থল নেই।
کَلَّا لَا وَزَرَ
৭৫. আল-ক্বিয়ামাহ - ১২
সেদিন ঠাঁই হবে তোমার রবের নিকট।
اِلٰی رَبِّکَ یَوۡمَئِذِۣ الۡمُسۡتَقَرُّ
৭৫. আল-ক্বিয়ামাহ - ১৩
সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগ্রে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গেছে।
یُنَبَّؤُا الۡاِنۡسَانُ یَوۡمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَ اَخَّرَ
৭৫. আল-ক্বিয়ামাহ - ১৪
বস্তুতঃ মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত।
بَلِ الۡاِنۡسَانُ عَلٰی نَفۡسِهٖ بَصِیۡرَۃٌ
৭৫. আল-ক্বিয়ামাহ - ১৫
যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
وَّ لَوۡ اَلۡقٰی مَعَاذِیۡرَهٗ
৭৫. আল-ক্বিয়ামাহ - ১৬
তাড়াতাড়ি অহী আয়ত্ত্ব করার জন্য তুমি তোমার জিহবা দ্রুততার সাথে সঞ্চালন করনা।
لَا تُحَرِّکۡ بِهٖ لِسَانَکَ لِتَعۡجَلَ بِهٖ
৭৫. আল-ক্বিয়ামাহ - ১৭
ইহা সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই।
اِنَّ عَلَیۡنَا جَمۡعَهٗ وَ قُرۡاٰنَهٗ
৭৫. আল-ক্বিয়ামাহ - ১৮
সুতরাং যখন আমি উহা পাঠ করাই তুমি সেই পাঠের অনুসরণ কর।
فَاِذَا قَرَاۡنٰهُ فَاتَّبِعۡ قُرۡاٰنَهٗ
৭৫. আল-ক্বিয়ামাহ - ১৯
অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই।
ثُمَّ اِنَّ عَلَیۡنَا بَیَانَهٗ