بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৪. আল-মুদ্দাসসির - ৫৬
আল্লাহর ইচ্ছা ছাড়া কেহ উপদেশ গ্রহণ করবেনা, একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী।
وَ مَا یَذۡکُرُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰهُ ؕ هُوَ اَهۡلُ التَّقۡوٰی وَ اَهۡلُ الۡمَغۡفِرَۃِ
৭৫. আল-ক্বিয়ামাহ - ১
আমি শপথ করছি কিয়ামাত দিবসের।
لَاۤ اُقۡسِمُ بِیَوۡمِ الۡقِیٰمَۃِ
৭৫. আল-ক্বিয়ামাহ - ২
আরও শপথ করছি তিরস্কারকারী আত্মার।
وَ لَاۤ اُقۡسِمُ بِالنَّفۡسِ اللَّوَّامَۃِ
৭৫. আল-ক্বিয়ামাহ - ৩
মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিসমূহ একত্র করতে পারবনা?
اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَلَّنۡ نَّجۡمَعَ عِظَامَهٗ
৭৫. আল-ক্বিয়ামাহ - ৪
বস্তুতঃ আমি তার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনঃ বিন্যস্ত করতে সক্ষম।
بَلٰی قٰدِرِیۡنَ عَلٰۤی اَنۡ نُّسَوِّیَ بَنَانَهٗ
৭৫. আল-ক্বিয়ামাহ - ৫
তবুও মানুষ তার সম্মুখে যা আছে তা অস্বীকার করতে চায়;
بَلۡ یُرِیۡدُ الۡاِنۡسَانُ لِیَفۡجُرَ اَمَامَهٗ
৭৫. আল-ক্বিয়ামাহ - ৬
সে প্রশ্ন করেঃ কখন কিয়ামাত দিবস আসবে?
یَسۡـَٔلُ اَیَّانَ یَوۡمُ الۡقِیٰمَۃِ
৭৫. আল-ক্বিয়ামাহ - ৭
যখন চক্ষু স্থির হয়ে যাবে।
فَاِذَا بَرِقَ الۡبَصَرُ
৭৫. আল-ক্বিয়ামাহ - ৮
এবং চক্ষু হয়ে পড়বে জ্যোতিহীন।
وَ خَسَفَ الۡقَمَرُ
৭৫. আল-ক্বিয়ামাহ - ৯
যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে।
وَ جُمِعَ الشَّمۡسُ وَ الۡقَمَرُ