بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৪. আল-মুদ্দাসসির - ৪৬
আমরা কর্মফল দিন অস্বীকার করতাম –
وَ کُنَّا نُکَذِّبُ بِیَوۡمِ الدِّیۡنِ
৭৪. আল-মুদ্দাসসির - ৪৭
আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত।
حَتّٰۤی اَتٰىنَا الۡیَقِیۡنُ
৭৪. আল-মুদ্দাসসির - ৪৮
ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবেনা।
فَمَا تَنۡفَعُهُمۡ شَفَاعَۃُ الشّٰفِعِیۡنَ
৭৪. আল-মুদ্দাসসির - ৪৯
তাদের কি হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে?
فَمَا لَهُمۡ عَنِ التَّذۡکِرَۃِ مُعۡرِضِیۡنَ
৭৪. আল-মুদ্দাসসির - ৫০
তারা যেন ভীত- সন্ত্রস্থ গর্দভ –
کَاَنَّهُمۡ حُمُرٌ مُّسۡتَنۡفِرَۃٌ
৭৪. আল-মুদ্দাসসির - ৫১
যা সিংহের সম্মুখ হতে পলায়নপর।
فَرَّتۡ مِنۡ قَسۡوَرَۃٍ
৭৪. আল-মুদ্দাসসির - ৫২
বস্তুতঃ তাদের প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
بَلۡ یُرِیۡدُ کُلُّ امۡرِیًٴ مِّنۡهُمۡ اَنۡ یُّؤۡتٰی صُحُفًا مُّنَشَّرَۃً
৭৪. আল-মুদ্দাসসির - ৫৩
না ইহা হবার নয়, বরং তারাতো আখিরাতের ভয় পোষণ করেনা।
کَلَّا ؕ بَلۡ لَّا یَخَافُوۡنَ الۡاٰخِرَۃَ
৭৪. আল-মুদ্দাসসির - ৫৪
কখনও না, এটাতো উপদেশ মাত্র।
کَلَّاۤ اِنَّهٗ تَذۡکِرَۃٌ
৭৪. আল-মুদ্দাসসির - ৫৫
অতএব যার ইচ্ছা সে ইহা হতে উপদেশ গ্রহণ করুক।
فَمَنۡ شَآءَ ذَکَرَهٗ