QH Logo
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিক কথা

বর্তমানে বিশ্বজুড়ে বাংলা ভাষায় পবিত্র কুরআন ও হাদিস বিষয়ক অনেক ওয়েবসাইট রয়েছে। তবে অধিকাংশ সাইটেই তথ্য খোঁজা, পাঠে সহজতা ও গবেষণার উপযোগিতা সীমিত। এই প্রেক্ষাপটে, একটি সহজ, সুসংগঠিত ও ব্যবহারবান্ধব ওয়েবসাইটের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এই ওয়েবসাইটে পবিত্র কুরআন ও হাদিস এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে যেকোনো বিষয় দ্রুত খুঁজে পাওয়া যায়। কুরআন বা হাদিসের কোথায়, কোন বিষয়ে কী বলা হয়েছে—তা সার্চ করলেই সহজেই পাওয়া যাবে। বিশেষভাবে, কুরআনে বর্ণিত কোন বিষয়গুলো ফরজ বা অবশ্য পালনীয়—তা নিয়ে একটি সহজবোধ্য তালিকাও এখানে দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত সেসব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারেন। এছাড়া, পবিত্র কুরআনের বাংলা অনুবাদ সংযুক্ত করা হয়েছে, যাতে পাঠকেরা এর মর্মার্থ সহজে বুঝতে ও তা বাস্তব জীবনে অনুসরণ করতে পারেন। কেননা কুরআনের সঠিক ব্যাখ্যা ও তা অনুধাবন করা মুসলিম জীবনের অপরিহার্য অংশ। এই ওয়েবসাইটের মানোন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ্য একটাই—পবিত্র কুরআন ও হাদিসের বাণী সকলের নিকট সহজভাবে পৌঁছে দেওয়া। গবেষণাকে সহজ করা। (পরীক্ষামূলক)

৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯৫. আত-ত্বীন - ৩
এবং শপথ এই নিরাপদ বা শান্তিময় নগরীর –
وَ هٰذَا الۡبَلَدِ الۡاَمِیۡنِ
৯৫. আত-ত্বীন - ৪
আমিতো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে,
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ
৯৫. আত-ত্বীন - ৫
অতঃপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি –
ثُمَّ رَدَدۡنٰهُ اَسۡفَلَ سٰفِلِیۡنَ
৯৫. আত-ত্বীন - ৬
কিন্তু তাদের নয় যারা মু’মিন ও সৎ কর্মপরায়ণ; তাদের জন্যতো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার।
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ
৯৫. আত-ত্বীন - ৭
সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে?
فَمَا یُکَذِّبُکَ بَعۡدُ بِالدِّیۡنِ
৯৫. আত-ত্বীন - ৮
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন?
اَلَیۡسَ اللّٰهُ بِاَحۡکَمِ الۡحٰکِمِیۡنَ
৯৬. আল-আলাক - ১
তুমি পাঠ কর তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ
৯৬. আল-আলাক - ২
সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ড হতে।
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ
৯৬. আল-আলাক - ৩
পাঠ করঃ আর তোমার রাব্ব মহা মহিমান্বিত,
اِقۡرَاۡ وَ رَبُّکَ الۡاَکۡرَمُ
৯৬. আল-আলাক - ৪
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
الَّذِیۡ عَلَّمَ بِالۡقَلَمِ